ajkerjibon.com মেলানিয়া নয়, আমিই ফার্স্টলেডি: ইভানা ট্রাম্প - ajkerjibon.com

  • রবিবার
  • ২২শে অক্টোবর, ২০১৭ ইং
  • ৭ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৭
ivana

ফার্স্টলেডি নিয়ে বিপাকে পড়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন ও প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প দাবি করেছেন, তিনিই আইনত মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি। মেলানিয়া ট্রাম্প নন।

এই দাবির পরই রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়ার বক্তব্য, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে একজনই ফার্স্টলেডি। সেটা আমি।’

সোমবার একটি এবিসি নিউজকে দেয়া সাক্ষাত্‍‌কারে ইভানা ট্রাম্পের দাবি ঘিরেই যাবতীয় বিতর্ক।

বর্তমান প্রেসিডেন্টের প্রসঙ্গ উঠতেই ৬৮ বছরের ইভানা বলেন, ‘হোয়াইট হাউসে তাকে (ডোনাল্ড ট্রাম্প) আমি সরাসরি ফোন করতে পারি। কিন্তু আমি চাই না ওকে ফোন করতে। কারণ ওখানে মেলানিয়া রয়েছে। আমি চাই না কোনও রকম বিদ্বেষ তৈরি করতে। কারণ, আমি ট্রাম্পের প্রথম স্ত্রী। আমিই ফার্স্টলেডি।’

এরপরই খেপে যান মেলানিয়া। হোয়াইট হাউস থেকে সরাসরি বিবৃতি দিয়ে মেলানিয়ার মুখপাত্র স্টেফানি গ্রিসাম বলেন, ‘মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসে সুখেই আছেন। ফার্স্টলেডির সম্মান নিয়েই থাকেন। তার সুখের সংসার। কোনও প্রাক্তনের দাবির এখানে কোনও ভিত্তি নেই। দুর্ভাগ্যবশত এসব প্রচার পাওয়ার উদ্দেশ্যেই বলা হচ্ছে।’

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, ইভাঙ্কা ট্রাম্প এবং এরিক ফ্রেডরিক ট্রাম্পের মা হচ্ছেন ইভানা ট্রাম্প। ১৯৭৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বিয়ে হয় এবং ১৯৯২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ