ajkerjibon.com পাবনায় দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত - ajkerjibon.com

  • রবিবার
  • ২২শে অক্টোবর, ২০১৭ ইং
  • ৭ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১২:০২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৭
pabna

পাবনা-নগরবাড়ী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে তিনাখরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

মার্থপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তিনাখরা নামক স্থানে পৌঁছলে ঢাকা থেকে পাবনাগামী সাদ্দাম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। আহত হয় দুই বাসের অন্তত ১০ যাত্রী। তাদের উদ্ধার করে সুজানগর ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়:

এ বিভাগের অন্যান্য সংবাদ