ajkerjibon.com খাগড়াছড়িতে ৩ দিনের সড়ক অবরোধ চলছে - ajkerjibon.com

  • রবিবার
  • ২২শে অক্টোবর, ২০১৭ ইং
  • ৭ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১২:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৭
Khagrachari-Picture(02)-19-09-2017

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবী জেলা উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ডাকে টানা তিন দিনের সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এ অবরোধের প্রথম। হরতালের পর টানা অবরোধের কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পর্যটকসহ স্থানীয় কর্মজীবী মানুষ।

অবরোধের কারণে জেলার আভ্যন্তরীন ও দূর পাল্লার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

অবরোধের সমর্থনে কোথাও পিকেটিং চোখে না পড়লেও অপ্রীতিকর ঘটনার আশংকায় জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

তবে এ কর্মসূচি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমেদ খান জানান, এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

১৪৪ ধারা জারি করে পূর্ব নির্ধারিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ঘেরাও কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগে সুসম উন্নয়ন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি সোমবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল ও মঙ্গলবার থেকে টানা তিন দিনের সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

বিষয়:

এ বিভাগের অন্যান্য সংবাদ